॥হেলাল মাহমুদ॥ সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ই জুলাই দুপুরে(বাদ জোহর) রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজনের করা হয়। দোয়া মাহফিলের পূর্বে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু প্রয়াত এরশাদের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট(অবঃ) আব্দুল মান্নান, জেলা কৃষক পার্টির সভাপতি আঃ সাত্তার জোয়ার্দ্দার, সিদ্দিকুর রহমানসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও অর্ধনমিত করে দলীয় পতাকা উত্তোলন করেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান, কয়েক দফায় নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় নেতাকর্মী ও অনুসারীদের কাছ থেকে ‘পল্লীবন্ধু’ উপাধি পাওয়া বহুল আলোচিত এই নেতা গত ২০১৯ সালের ১৪ই জুলাই রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৬ই জুলাই তাকে রংপুরের বাসভবন ‘পল্লী নিবাস’ প্রাঙ্গণে সমাহিত করা হয়।