॥স্টাফ রিপোর্টার॥ করোনা ও আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে নিবেদিতভাবে কাজ করছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
যশোরে আঞ্চলের বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা মানুষদের খোঁজ-কবর নেয়া, সচেতনতামূলক প্রচারণা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মেনে দোকান/মার্কেটে বেচাকেনা এবং গণপরিবহন চলাচল তদারকি, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, কৃষকদের মধ্যে বীজ বিতরণ, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাঁধ মেরামত এগিয়ে নেয়া, সুপেয় পানি সরবরাহ, সাধারণ মানুষের ঘর-বাড়ী মেরামত করে দেয়া, গর্ভবতী নারীসহ দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাননসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।