॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে জুন বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা এনজিও সমন্বয় কমিটির সভাসহ ৪টি সভা অনুষ্ঠিত হয়।
জেলা এনজিও সমন্বয় কমিটির সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রতিনিধি নেফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ এবং জেলার বিভিন্ন এনজিও’র নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার এনজিওদের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে দেশের এক নম্বর সমস্যা হচ্ছে মাদক। এই মাদককে নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ রসাতলে চলে যাবে। বিষয়টি নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিসিদের কনফারেন্সে ব্যাপক আলোচনা হয়। মাদককে নির্মূল করার লক্ষ্যে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জেলা থেকে যাতে মাদক ও জঙ্গীবাদকে চিরতরে নির্মূল করার যায় সেই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভুক্ত ইমামদেরকে তাদেরকে খুতবার সময় আলোচনা করতে বলা হয়েছে। আমি আশা করব এই মাদক ও জঙ্গী সম্পর্কে জেলার এনজিওগুলো সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলা থেকে মাদক ও জঙ্গীবাদকে নির্মূল করা সম্ভব হবে।
এছাড়াও জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, সাড়ে ১০টায় জেলা কৃষি ঋণ কমিটির সভা ও বেলা ১২টায় জেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশি¬ষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।