রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

‘কুইক রেসপন্স টিম’ তৈরী করে তৃণমূল পর্যায় পর্যন্ত করোনা রোগীদের সহায়তা করতে হবে — সচিব আছিয়া খাতুন

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

॥হেলাল মাহমুদ॥ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছাঃ আছিয়া খাতুন স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দিক-নির্দেশনা দিয়ে বলেছেন, ‘কুইক রেসপন্স টিম’ তৈরী করে তৃণমূল পর্যায় পর্যন্ত করোনা রোগীদের সহায়তা করতে হবে। সরকারী ত্রাণ সহায়তা থেকে প্রকৃত দুস্থ-অসহায়রা যাতে বাদ না পড়ে সে জন্য সমন্বিতভাবে কাজ করাসহ করোনা পরবর্তী কৃষি ব্যবস্থা যাতে শক্ত অবস্থানে থাকে সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গতকাল ১১ই জুলাই সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ মোকাবেলায় জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ ও আনুষঙ্গিক বিষয়ে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব মোছাঃ আছিয়া খাতুন করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাতে পশু কেনাবেচা হয় সে ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, পশু হাটে প্রবেশের মুখে সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে হাতধোয়া ও হাতে আগতদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, যশোর সেনানিবাসের ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মঞ্জুরুল হক, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতির প্রতিনিধি সফিকুল ইসলাম সফি, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মুন্সি মুজিবর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছাঃ আছিয়া খাতুন কোভিড-১৯ মোকাবেলায় রাজবাড়ীর প্রশাসন, স্বাস্থ্য ও পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সম্মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এরআগে গত ১০ই জুলাই সন্ধ্যায় সচিব মোছাঃ আছিয়া খাতুন রাজবাড়ী সার্কিট হাউজে পৌছার পর রাত সাড়ে ৭টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়র সভায় মিলিত হন এবং গতকাল ১১ই জুলাই সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটসহ সকল বিভাগ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!