॥স্টাফ রিপোর্টার॥ করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
করোনাকালীন দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সামগ্রিক উৎপাদনের উপর বিশেষ নজর দিয়েছে সেনাবাহিনী। সামনের দিনের খাদ্য সংকট ও মন্দা কাটানোসহ কৃষি অর্থনীতিকে আরও মজবুত করতে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের সাধ্য মতো সহায়তা করে যাচ্ছেন সেনা সদস্যরা। এ জন্য তারা যশোর অঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে গিয়ে তুলে দিচ্ছেন উন্নতমানের নানা জাতের সবজির বীজ। এর পাশাপাশি তারা কৃষি কাজের সম্প্রসারণ করতে কৃষকদের উৎসাহীত করছেন। যারা মৌসুমী কৃষক তাদেরকেও কৃষি উৎপাদনে আগ্রহী করতে ভূমিকা গ্রহণ করেছেন।
এছাড়াও করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা, ত্রাণ বিতরণ, গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘর-বাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।