Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে॥এ পর্যন্ত শনাক্ত ৬৬৬জন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল ৯ই জুলাই নতুন করে আরও ২৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৬ জনে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ৯ই জুলাই আরও ১১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ২৭ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন রাজবাড়ী সদর, ১০ জন পাংশা, ৩ জন গোয়ালন্দ ও ১জন বালিয়াকান্দি উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৬ জনে। আক্রান্তদের মধ্যে ২৫৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৪ জন মারা গেছেন। এছাড়া ৪৪জন হাসপাতালে ভর্তি এবং ৩৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ৫ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৫ হাজার ১০২ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১৩২ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।