শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে নতুন আরো ৪১জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্তের সংখ্যা ৬২৯ জন

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে আরো ৪১ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৯ জনে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ৭ই জুলাই আরও ১৪০ নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৪১ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন রাজবাড়ী সদর, ১৩ জন পাংশা, ৭ জন কালুখালী, ৩ জন বালিয়াকান্দি ও ২ জন গোয়ালন্দ উপজেলার। এছাড়া ২জনের ১ম ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২৯ জনে। আক্রান্তদের মধ্যে ২১৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৩জন মারা গেছেন। এছাড়া ৪৭ জন হাসপাতালে ভর্তি এবং ৩২৮জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ৫ হাজার ৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৪হাজার ৯৪০জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১৫৬ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।

  গতকাল মঙ্গলবার যে ৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন ঃ রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা-২ গ্রামের আব্দুল জলিল(৭৮), সজ্জনকান্দা গ্রামের রফিকুল ইসলাম(৪৫), অঞ্জন মিত্র(৫৩), কামরুল ইসলাম(৩৩), নিলুফা(৩২), এবিএম আলমগীর(৫১), রাজীব হোসেন(৩৫), উত্তরা ব্যাংকের রাজবাড়ী শাখার মিজানুর রহমান(৪৩), ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার কামরুল হাসান(৩৩), আল আমিন(৩৫), পূবালী ব্যাংকের রাজবাড়ী শাখার আহসান হাবীব(৩৮), মোনাব্বার হোসেন(৩৮), সদর হাসপাতালের রাবেয়া(৪৬), রাজবাড়ী পুলিশ লাইন্সের হাবিবুর রহমান(৫২), সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপীনাথদিয়া গ্রামের হাবীবা(২০),  খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর গ্রামের আনোয়ার হোসেন বেপারী(৩৪), বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের নিখিল দত্ত(৫৯), নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের শরাফুল(৩০), মমতাজ(৫০), গোয়ালন্দ পৌরসভার কাইমদ্দিন প্রামানিক পাড়ার মতিউর রহমান(৩০), উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সুলতান উদ্দিন(৪৬), পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের শাহাদত বিশ্বাস(৬০), শাকিব(২৫), আসমা বেগম(৫০), শামীমা(৩৫), মৈশালা গ্রামের মোশারফ হোসেন(৫১), আনিশা ইবনাথ(৭), হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর গ্রামের সাজ্জাদ হোসেন(২০), কালিকাপুর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের রুবিয়া পারভীন(৩২), কসবামাজাইল ইউনিয়নের কসবামাজাইল গ্রামের দিলসাদ আরা(২৭), একই ইউনিয়নের বাংলাট গ্রামের আকিবুল ইসলাম(২৩), পারকোলা গ্রামের আতিয়ার রহমান(৩২), যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হাসানুল বান্না(৩৯), পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের উত্তম কুমার(৩১), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের অহনা(১০), কৃষ্ণা(২৫), অংকুশ সাহা(৫), তৃপ্তি(৩০), সাইফুল(৩৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আজাদ হোসেন(৩০) এবং বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের দয়াল(৫৪)।

  এছাড়া যে ৪জনের ফার্স্ট ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা-৩ গ্রামের শেখ রহমান আলী(৫২), আব্দুল হালিম বিশ্বাস(৬৭), বেড়াডাঙ্গা গ্রামের সোহেল রানা(৪০) এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের মুকুল হোসেন(৩৮)।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!