॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ চত্বরে দু’টি আম্রপালী আমের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১শত বৃক্ষ চারা রোপন করবে। সে আলোকে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন আকতারের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।