সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় যুব নারীদের ক্ষমতায়নে দক্ষতা বৃদ্ধির ৭দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে গতকাল ১৯শে জুন সকালে রাজস্ব খাতের আওতায় যুব নারীদের ক্ষমতায়নের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। অন্যান্যের মধ্যে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও প্রান্তিক মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নাজমা কায়কোবাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন গবাদী পশু, হাঁস-মুরগী পালন, কম্পিউটার প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে যুব নারীদের অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগানোর জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!