॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ করোনায় অভাবগ্রস্ত মানুষকে খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু(৮২৮ মিটার) ভবন ‘বুর্জ খলিফা’কে আলো ঝলমলে দান বাক্সে রূপ দেয়া হয়েছে।
‘টলেস্ট ডোনেশন বক্স’ নামে এ অভিনব অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছে বুর্জ খলিফা কর্তৃপক্ষ ও দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
বার্তা সংস্থা রয়টার্স পরিবেশিত সংবাদে জানা গেছে, বিশ্বের সবচেয়ে উঁচু এ ভবনটির বাইরের অংশে ১.২ মিলিয়ন (১২ লক্ষ) বাতি বসানো রয়েছে। প্রতিটি বাতি জ্বালাতে দেয়ার বিনিময়ে ১০ দিরহাম বা ২.৭ ডলার করে অর্থ সংগ্রহ করবে আয়োজক কর্তৃপক্ষ, যা দিয়ে ১২ লক্ষ মানুষকে একবেলার খাদ্য সহায়তা দেবে তারা।