বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে ২দিনের অভিযানে ৩০টি অবৈধ ড্রেজার ধ্বংস॥থানায় মামলা

  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দের মরা পদ্মা নদীতে ২দিনের সাড়াশি অভিযানে ৩০টি অবৈধ ড্রেজার মেশিন ও লক্ষাধিক ফুট পাইপ ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন।

এছাড়া গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় অবৈধ ড্রেজিং মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক বাকপ্রতিবন্ধী ক্ষতিগ্রস্তের স্ত্রী।

গত ৩রা মে জাতীয় এবং স্থানীয় অনলাইনে ‘গোয়ালন্দে অবৈধ ড্রেজিংয়ে বিলীন হচ্ছে ফসলী জমি’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় ও স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপার সৃষ্টি হয়। এরপর গত সোমবার ও গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন মরা পদ্মা নদীর দৌলতদিয়া ক্যানাল থেকে উজানচর কামারডাঙ্গী পর্যন্ত প্রায় ২০ কিঃ মিঃ এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও অসংখ্য পাইপ ধ্বংস এবং জব্দ করে।

এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে অবৈধ ড্রেজিং চক্রের মধ্যে ৮জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক বাকপ্রতিবন্ধী মোঃ মজিবর মন্ডলের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম। আসামীরা হলো ঃ সালাম(৪৫), সুমন(৪০), উম্বার কাজী(৬০), গিয়াস(৪০), কুদ্দুস মাঝি(৬০), সোরাপ(৬৫), সহিদ(৪৫), মোঃ রবিউল (৩০)সহ অজ্ঞাত ৪/৫ জন।

মামলায় তিনি অভিযোগ করেন দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রবিউল্লাহ বেপারী পাড়া এলাকায় নদীর তীরবর্তী তাদের অন্তত ৫ বিঘা ফসলী জমি অবৈধ ড্রেজিংয়ের কারণে নদীতে বিলীন হয়ে গেছে। এতে আমাদের অন্তত ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমরা এ নিয়ে তাদের বাঁধা দিতে আসলে ড্রেজার মালিক ও তাদের লোকজন আমাদেরকে প্রাণে মেরে ফেলাসহ নানা ধরণের ভয়ভীতি দেখায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, নাছিমা বেগমদের জমি যে ড্রেজারের কারণে নদীতে বিলীন হয়েছে আমরা অভিযান চালিয়ে ইতিমধ্যে সেখানকার দুটি ড্রেজার জব্দ করেছি। এছাড়া এজাহার ভুক্ত আসামীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

গোয়ালন্দের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!