॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামের গোলাম সরোয়ার ওরফে জহর মোল্লার ২বিঘা জমির উপর ফলজ ও বনজ বাগানের শতাধিক গাছ কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। গত ৩রা মে রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ৭/৮ বছর আগে নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জমির উপর বাগান করেন জহর মোল্লা। গত রবিবার রাতে বাগানের ৭৫টি আম্রপালির গাছ, ৫টি লিচুর গাছ, ১৪/১৫টি লেবুর গাছ ও ৩০/৩৫টি মেহগণির গাছ কেটে তছনছ করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কায়সার হামিদ গত সোমবার দুপুরে সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
জহর মোল্লার ছেলে রাকিবুল ইসলাম এ ঘটনায় প্রতিপক্ষ একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে বিশু খাঁ ও তার অনুসারীদের দোষারোপ করছেন।
রাকিবুল ইসলাম বলেন, পূর্বের গোলযোগ ও মামলার কারণে ভয়ে তারা রাতের বেলায় বাড়ীতে থাকেন না। এ সুযোগে পূর্ব দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ বিশু খাঁ তার অনুসারী লোকজনসহ বাগানের শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন করেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন ওরফে শিশু খাঁ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেন। তিনি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।