॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার সদরে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তি ইমরান শেখ(৩০) রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের বেড়াডাঙ্গা পীরতলা এলাকার রমজান শেখের ছেলে।
আজ মঙ্গলবার ৫ই মে সকাল ১০টায় রাজবাড়ী জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বরতরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে।
ইমরান শেখ গত ২৫শে এপ্রিল জ্বর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীতে আসে। রাজবাড়ী আসার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার দেহে করোনা ভাইরাস ধরা পরে। করোনায় আক্রান্ত ইমরান ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর শাখার অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ব্লিডিং-এ ৮নং ওয়ার্ডে রক্ত সংগ্রহ করতো।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুইদিনে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো তার মধ্যে একজনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গিয়েছে। বাকিদের ফলাফল এখনো আসেনি আসলে তখন বিস্তারিত জানা যাবে ৩৮জনের মধ্যে কতজন পজেটিভ। তবে যাদের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয় তাদের ফলাফল দ্রুত ঢাকা থেকে মেইলে পাঠানো হয় আর বাকি নমুনাগুলোর ফলাফল পেতে একটু সময় লাগে। ধারনা করা হচ্ছে বাকি ৩৭জনের নেগেটিভ হবার কারণে রিপোর্ট পেতে দেরি হচ্ছে।
রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ১৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫জন সুস্থ্য হয়ে রাজবাড়ী আইসোলেশন ইউনিট থেকে চিকিৎসাসেবায় সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন। অন্য ৬জন রাজবাড়ী আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। অন্য ৩জন জেলার বাইরে চিকিৎসা নিচ্ছেন।