॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রোমানকে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ১৭ই জুন রাতে পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার পুলিশ।
যদিও রোমানের গ্রেফতারের ঘটনা এখন আর নতুন নয়। তবে ডাকাতি মামলায় সন্দেহজনক গ্রেফতার ও আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য হিসেবে কোর্টে চালানের ঘটনায় হতাশ হয়েছেন নেতাকর্মিরা। সেই সাথে তীব্র নিন্দা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। গ্রেফতারকৃত রোমান রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকা ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের ছেলে।
রাজবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৬ সালের ২৩শে ডিসেম্বর রাত পৌনে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চাঁদপুর কালীবাড়ী মুক্তিযোদ্ধা ফলক এলাকায় গাছের গুড়ি ফেলে দিনাজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসি বাসে ডাকাতির চেষ্টা করে ডাকাতেরা। এ সময় পুলিশ আসলে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা নং-৪১, তাং-২৩/১২/২০১৬, ধারাঃ ৩৯৯/৪০২ দায়ের করা হয়। এ মামলার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী থানার এস.আই রঞ্জন কুমার বিশ্বাস জানান, প্রথমে একটি মারামারি মামলায় ওয়ারেন্ট থাকায় গত ১৭ই জুন রাতে শহরের বিসিক এলাকা থেকে রোমানকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার করেন।