॥স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি টিম গতকাল ৩০শে এপ্রিল সকালে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে বাজার তদারকী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় আল্লাহ্র দান ভান্ডার নামের একটি কাঁচামালের আড়তকে সাড়ে ৩হাজার টাকা এবং বিশ্বাস স্টোর নামের একটি ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে রমজান মাস উপলক্ষে কোন পণ্যের দাম বৃদ্ধি না করা, মূল্য তালিকা প্রদর্শন ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার পরামর্শ দেয়া হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।