॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকায় আজ ৩০শে এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের হামলায় গুরুতর জখম হয়েছে ইনছান আলী(২৮) ও আল আমিন(২৫) নামের দুই যুবক।
তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর আংশকাজনক অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত ইনছান আলী রাজবাড়ী শহরের কলেজপাড়া বিনোদপুর গ্রামের ড্রাইভার মোঃ মুকুল হোসেন এবং আল আমিন একই গ্রামের মোক্তার হোসেন পুত্র।
প্রাথমিক তথ্যে স্থানীয়রা জানায়, সদর উপজেলার ম্যাইছাঘাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। আজ রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা ইনছান আলীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও চোখসহ বিভিন্ন স্থানে এলোপাথারী কোপাতে থাকে এ সময় আল আমিন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় পুলিশের সহায়তায় স্থানীয়া প্রথম ইনছানকে এবং তার পরে আল আমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে জখমী ইনছান আলীর ভাই আরিফুল জানায়, আমি এখন ফরিদপুরে আমার ভাই ইনছানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার কাজে ব্যস্ত রয়েছি। একটু পরে বিস্তারিত জানাবো।
এ ঘটনার খবর পেয়ে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার দ্রুত পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এ ছাড়াও খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান এবং ডিবি’র টিম ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ম্যাইছাঘাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইনছান গ্রুপ ও শিমুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। রাত সাড়ে ৯টার দিকে শিমুল গ্রুপের ১০/১২জন সন্ত্রাসী ইনছান ও আলামিনের উপর হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার পর সন্ত্রাসীদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।