শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

লকডাউন ও গণপরিবহন বন্ধ থাকায় এখন মোটর সাইকেলে চলছে যাত্রী পরিবহন॥কর্তৃপক্ষ উদাসীন!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

॥সোহেল মিয়া॥ করোনা ভাইরানের সংক্রমণ ও বিস্তর রোধে গণপরিবহন বন্ধ ও রাজবাড়ী জেলা লকডাউন থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে যশোরে মোটর সাইকেলে যাত্রী আনা-নেওয়া করা হচ্ছে। দৌলতদিয়া থেকে বাস ভাড়া ২শত টাকা হলেও মোটর সাইকেল চালকরা সেই ভাড়াই এখন নিচ্ছে ১হাজার টাকা করে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ৫ই মে পর্যন্ত গণপরিবহন বন্ধ করে রেখেছে। সে জন্য বাস চলাচল করতে পারছে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যশোরের বেশ কিছু মোটর সাইকেল চালক যশোর-দৌলতদিয়া ঘাটে যাত্রী আনা-নেয়া করছে। এজন্য তারা ভাড়া নিচ্ছে বাস ভাড়ার ৫ গুণ করে। তাতেও অবশ্য কোন আপত্তি করছেন না সাধারণ যাত্রীরা। তাদের কথা হলো, যশোর থেকে তারা দৌলতদিয়া ঘাটে আসতে পারছে এটাই তাদের সৌভাগ্য।

যশোর থেকে মোটর সাইকেলযোগে দৌলতদিয়া ঘাটে আসা গার্মেন্টস শ্রমিক রাহাত হোসেন বলেন, গত ৫ই মে পর্যন্ত গণপরিবহন বন্ধ। অথচ এর মধ্যেই গার্মেন্টসগুলো খুলছে। তাই নিরুপায় হয়েই ১হাজার টাকা ভাড়া দিয়ে এসেছি।

মোঃ রাব্বী নামে একজন মোটর সাইকেল চালক বলেন, গণপরিবহণ বন্ধ থাকায় গার্মেন্টস শ্রমিকরা বিপাকে পড়েছে। তাদেরকে কর্মস্থলে যেতেই হবে। এ সুযোগকে কাজে লাগিয়ে ঝুঁকি নিয়েই তাদেরকে পৌঁছে দিচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!