॥সোহেল মিয়া॥ করোনা ভাইরানের সংক্রমণ ও বিস্তর রোধে গণপরিবহন বন্ধ ও রাজবাড়ী জেলা লকডাউন থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে যশোরে মোটর সাইকেলে যাত্রী আনা-নেওয়া করা হচ্ছে। দৌলতদিয়া থেকে বাস ভাড়া ২শত টাকা হলেও মোটর সাইকেল চালকরা সেই ভাড়াই এখন নিচ্ছে ১হাজার টাকা করে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ৫ই মে পর্যন্ত গণপরিবহন বন্ধ করে রেখেছে। সে জন্য বাস চলাচল করতে পারছে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যশোরের বেশ কিছু মোটর সাইকেল চালক যশোর-দৌলতদিয়া ঘাটে যাত্রী আনা-নেয়া করছে। এজন্য তারা ভাড়া নিচ্ছে বাস ভাড়ার ৫ গুণ করে। তাতেও অবশ্য কোন আপত্তি করছেন না সাধারণ যাত্রীরা। তাদের কথা হলো, যশোর থেকে তারা দৌলতদিয়া ঘাটে আসতে পারছে এটাই তাদের সৌভাগ্য।
যশোর থেকে মোটর সাইকেলযোগে দৌলতদিয়া ঘাটে আসা গার্মেন্টস শ্রমিক রাহাত হোসেন বলেন, গত ৫ই মে পর্যন্ত গণপরিবহন বন্ধ। অথচ এর মধ্যেই গার্মেন্টসগুলো খুলছে। তাই নিরুপায় হয়েই ১হাজার টাকা ভাড়া দিয়ে এসেছি।
মোঃ রাব্বী নামে একজন মোটর সাইকেল চালক বলেন, গণপরিবহণ বন্ধ থাকায় গার্মেন্টস শ্রমিকরা বিপাকে পড়েছে। তাদেরকে কর্মস্থলে যেতেই হবে। এ সুযোগকে কাজে লাগিয়ে ঝুঁকি নিয়েই তাদেরকে পৌঁছে দিচ্ছি।