॥দেবাশীষ বিশ্বাস॥ করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজবাড়ীতে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে খাবারের হোটেল-রেঁস্তোরাগুলো।
পবিত্র রমজান উপলক্ষে এসব হোটেল-রেঁস্তোরাগুলো শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়েছে জেলা প্রশাসন। তবে চায়ের দোকানগুলো বন্ধ থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৭শে এপ্রিল দুপুরে জানান, শুধুমাত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের সুবিধার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোটেল-রেঁস্তোরা খোলা রেখে পার্সেলে খাবার বিক্রি করা যাবে। ফুটপাতে কোন দোকান বসতে দেয়া হবে না। এছাড়া চায়ের দোকানগুলো বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় আনা হবে।