॥গোয়ালন্দ প্রতিনিধি॥ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি’র) ২জন কর্মচারী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ গতকাল ২৬শে এপ্রিল দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ ঠান্ডা-জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৩শে এপ্রিল বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ওই দুই কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়। গতকাল ২৬শে এপ্রিল প্রাপ্ত পরীক্ষার ফলাফলে তাদের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বিআইডব্লিউটিসি’র ওই দুই কর্মচারী আগেই তাদের নিজ এলাকায় চলে গেছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই এলাকার প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। তারা দৌলতদিয়ায় যে মেসে থাকতেন, সেখানে অবস্থানরত অন্যান্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।