॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস পরিস্থিতি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পক্ষ থেকে গতকাল ২৫শে এপ্রিল সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করা হয়। এ সময় শৃঙ্খলা রক্ষায় সেনা বাহিনীর সদস্যরা এতে সার্বিক সহায়তা করেছে।
গতকাল শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে টিসিবি’র ক্যাম্প অফিস টেকেরহাট মাদারীপুরের ট্রাকযোগে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়। খবর পেয়ে সাধারণ মানুষ সরকারী ভর্তুকির এই পণ্য কিনতে ভীড় করে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের পণ্য ক্রয় করতে দেখা যায়। তখন সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনাম আহম্মেদের নেতৃত্বে সেনা বাহিনীর একদল সদস্য সামাজিক দূরত্ব বজায় রাখা ও শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহায়তা প্রদান করে। এ সময় দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান জানান, সারাদিনে ১৬শত লিটার তেল, ৪শত কেজি ছোলা, ২শত কেজি ডাল, ১৬শত কেজি চিনি ও ১শত কেজি খেজুর বিক্রি করা হয়।
উল্লেখ্য, রাজবাড়ী প্রেসক্লাব এলাকায় টিসিবি’র পণ্য বিক্রির ব্যবস্থা করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান জাহাঙ্গীর এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের কাছে দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন আহবান জানান। এ প্রেক্ষিতে কর্তৃপক্ষ রাজবাড়ী প্রেসক্লাব এলাকায় টিসিবি’র পণ্য বিক্রি করায় সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন।