॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা আওয়ামী লীগের এক সভা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌরসভার মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে ওএমএস সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে এ সভার আয়োজন করা হয়। তবে একই সভায় করোনা ভাইরাসের প্রেক্ষিতে সরকারী ও বেসরকারী খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক নিম্ন মধ্যবিত্ত, কর্মহীন, দুঃস্থ ও শ্রমজীবী মানুষের তালিকা প্রণয়ন কার্যক্রমের অগ্রগতির বিষয়েও আলোচনা করা হয়।
পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডলের সভাপতিত্বে সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন (পাতা), পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও মহিলা লীগের নেত্রী নুরুন্নাহার বেগম, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সরকারী নীতিমালা অনুসরণ করে আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দের পরস্পর সমন্বয় করে করোনা সংকট মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণসহ এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।