বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরী ঘাটের পন্টুনের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ যুবক আশিক ফকির(১৮) এর লাশ গতকাল সোমবার উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সে স্থানীয় বদর মৃধা পাড়ার ইদ্রিস ফকিরের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আশিক গত রবিবার বেলা আড়াইটার দিকে দৌলতদিয়ার ৪নং ফেরী ঘাটের পন্টুনের উপর দাঁড়িয়ে গুলতি দিয়ে পাখি শিকার করছিল। এ সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যায়। তার মৃগী রোগ থাকায় সে আর পাড়ে উঠতে পারেনি। এ সময় স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়।

আশিকের বড় ভাই মাসুদ ফকির জানান, আশিকের মৃগী রোগ ছিল। প্রায়ই সে মাথা ঘুরে পড়ে যেত। গত ৭দিন ধরে করোনার আতঙ্কে মা তাকে ঘরের বাইরে বের হতে দেয়নি। কিন্তু গত রবিবার দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরে থাকা বিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে সে ফেরী ঘাটের পন্টুনের উপর যায়। সেখানে মাথা ঘুরে পানিতে পড়ে ডুবে যায়। তবে উদ্ধারের সময় ওর প্যান্টের পকেট হতে টাকা ও মোবাইল পাওয়া গেছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিক তারা খবর পান। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় তারা অভিযান চালান নি। সোমবার সকাল থেকে আমাদের ডুবুরী দল ও অন্যান্য সদস্যরা ডুবে যাওয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। পরে নৌ পুলিশের মধ্যস্থতায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করি।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!