বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ উপজেলায় ১০হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল লিঃ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দীর্ঘ লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা ও শ্রমজীবী মানুষ। এদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকার ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা মুন্সি করোনা ঝুঁকির মধ্যেও মাঠ পর্যায়ে নিজে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন। তার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও তার প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নিচ্ছেন।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সি জানান, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ১০ হাজার দুঃস্থ পরিবারকে ১০ কেজি করে চাল ও নিরাপত্তা সামগ্রী দেয়া শুরু করেছি। গতকাল সোমবার পর্যন্ত প্রায় ৪হাজার জনকে বিতরণ করা হয়েছে। সহায়তা প্রাপ্তদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা আত্মসম্মানের কারণে তাদের সমস্যার কথা বলতে পারছেন না। আমরা রাতের অন্ধকারে ওই সকল মানুষদের বাড়ীতে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।

এ বিষয়ে মোঃ মোস্তফা মুন্সি বলেন, করোনার এই দুর্যোগ যতোদিন থাকে আমরা ততোদিন আমাদের সাধ্যমতো দুস্থ মানুষদের পাশে থাকবো ইনশাল্লাহ। তবে করোনার বিস্তার ঠেকাতে সকলকে অবশ্যই সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন মেনে ঘরে থাকতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তিনি এই দুঃসময়ে সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!