॥তনু সিকদার সবুজ॥ করোনা ভাইরাসের সংকটের কারণে বালিয়াকান্দি উপজেলার ৪টি ইউনিয়নের ১২শত দরিদ্র পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল ও নগদ ৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯শে এপ্রিল সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নবাবপুর, ইসলামপুর, নারুয়া ও বহরপুর ইউনিয়ন পরিষদে প্রতিটি ইউনিয়নের ৩শত করে পরিবারের মধ্যে এই চাল ও টাকা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান ও বহরপুর ইউনিয়ন পরিষদের রেজাউল করিমসহ ইউপি সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরবন্দী থাকা নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে। আজ সোমবার ২০শে এপ্রিল বালিয়াকান্দি সদর, জামালপুর ও জঙ্গল ইউনিয়নে এই ত্রাণ বিতরণ করা হবে।