॥মাহ্ফুজুর রহমান॥ করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় স্বেচ্ছাসেবকদের সচেতনা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার দলীয় স্বেচ্ছাসেবক কর্মীরা শহীদওহাবপুর ইউনিয়ন রামপুর, রিফুজি পাড়া ও আহলাদীপুর গ্রামের ৪টি পরিবারকে হোম কোয়ারেন্টাইন ঘোষণা করে ওই পরিবারের ১৪দিনের খাদ্য সহায়তা প্রদান করেছেন।
স্বেচ্ছাসেবক ও শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রথম এক সপ্তাহের খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, তেল, পেয়াজ, কাচা মরিচ, সাবান ওই বাড়ীতে পৌছে দিয়ে আসেন স্বেচ্ছাসেবক কর্মীরা।
জানা গেছে, সারা দেশে লকডাউন হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কর্মজীবী মানুষগুলো নিজ নিজ বাড়ীতে চল আসছে। ওই সকল আগত ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এবং রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা মূলক কাজে দলীয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্বাস মোল্লা, সহ-সভাপতি সালাম সরদার, শহীদ খান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ ঢালী, ওয়ার্ড আ’লীগের যুগ্ম-সম্পাদক বাবুল শিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিপাসহ প্রমুখ।
শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কর্মজীবী মানুষগুলো কর্মহীন হয়ে বাড়ী ফিরছেন দেশের বিভিন্ন স্থান থেকে। আমাদের শহীদওহাবপুরে বিভিন্ন গ্রামেও এই বাইরে নয়। আগতদের খুজে বের করে তাদের হোম কোয়ারেন্টাইন বিষয়টি আলোচনা করে পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৪ই দিনের খাদ্য সহায়তা হিসেবে ১ম সপ্তাহের জন্য প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।