॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে গতকাল ১৭ই এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী ভাবে প্রদত্ত ৪র্থ বারেরমত মানবিক সহায়তা হিসেবে ৩শত কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ আনোয়ারুল ইসলাম, পাংশা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জলী রানী প্রামানিক, বাবুপাড়া ইউপির সচিব শামীমা আক্তার, ইউপি মেম্বার ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার জানান, সরকারী ভাবে প্রদত্ত ১ম পর্যায়ে অসহায় ও দুঃস্থ ৬০টি পরিবারকে প্রত্যেকের ১০ কেজি করে চাল ও দুইশত টাকা, ২য় পর্যায়ে ৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল, ৩য় পর্যায়ে দেড়শত পরিবারকে ১০ কেজি করে চাল ও একশত টাকা বিতরণ করা হয়। এবারে ৪র্থ পর্যায়ে তিনশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু ও এক প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।
তিনি বলেন, সামনে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। যদি কোনো অস্বচ্ছল ও দরিদ্র ব্যক্তি ত্রাণ সহায়তা না পেয়ে থাকেন তাদেরকে সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করছে। করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের সহায়তার হাত প্রসারিত করার আহবান জানান তিনি।