॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ীর পৌরসভা এলাকায় শতাধিক চা বিক্রেতারাগণ গতকাল ১৬ই এপ্রিল খাদ্য সহায়তা পাওয়ার জন্য জেলা প্রশাসক কাছে আবেদন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পৌরসভা এলাকায় চা বিক্রেতাদের পক্ষে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বরাবর আবেদন করেন চা বিক্রেতা মুকুল।
আবেদনপত্র সূত্রে জানা যায়, মার্চ মাসের ২৬ তারিখ থেকে করোনা ভাইরাস(কোভিড-১৯) এর সংক্রমণের কারণে রাজবাড়ী জেলার চায়ের দোকান বন্ধ করার কারণে চা বিক্রেতাদের আয় বন্ধ হয়ে যায়। ফলে অনেক পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে।
চা বিক্রেতার নেতৃত্বদানকারী মোঃ মুকুলের বলেন, আমাদের এখন খাদ্য সহায়তা দরকার। আবেদনপত্রে হয়তো আর্থিক সহায়তার কথা লেখা হয়েছে। আমাদের এখন দ্রুত খাদ্য সহায়তা দরকার। আমরা প্রায় দেড় শত শ্রমিক শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে আলাপ আলোচনা করেছি। আমরা যারা আলোচনায় ছিলাম তাদের মধ্যে মাত্র ৩জন খাদ্য সহায়তা পেয়েছেন বাঁকি চা বিক্রেতাগণ কোন খাদ্য সহায়তা পায়নি। আমাদের অনেক পরিবার এখনো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
খাদ্য সহায়তার ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম মুঠোফোনে বলেন, চায়ের দোকানে সাধারণত মানুষের আনাগোনা থাকে। সেখানে থেকে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে সেই ধারণা থেকে আমরা রাজবাড়ী পৌরসভা এলাকাসহ রাজবাড়ী জেলার ৫টি উপজেলার অধিকাংশ চায়ের দোকান বন্ধ করে বিক্রেতাগণকে খাদ্য সহায়তা প্রদান করেছি। যেহেতু তারা একটি আবেদন করেছে সেটি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।