॥দেবাশীষ বিশ্বাস॥ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোনিয়া আক্তার(২৮) নামে কথিত পালিয়ে আসার সেই রোগীর দ্বিতীয়বারের করোনা ভাইরাস পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হয়েছে।
গতকাল বুধবার রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুুরুল ইসলাম বলেন, সোনিয়ার শরীরে প্রথমে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিলো। যেকোন পজেটিভ রোগীর ক্ষেত্রে একাধিকবার টেস্ট করা হয়। সেই ধারাবাহিকতায় সোনিয়া আক্তারের শরীরে করোনা ভাইরাস নেগেটিভ হয়েছে।
উল্লেখ্য, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত ৭ই এপ্রিল রাতে রাজবাড়ী সদর উপজেলার বক্তারপুর গ্রামের নিজ বাড়ীতে আসা করোনা ভাইরাসে আক্রান্ত সোনিয়া আক্তার(২৫) ও তার স্বামী পুলিশ কনস্টেবল আব্দুল মালেক সরদার (৩০)কে গত ৮ই এপ্রিল সকালে পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ উদ্ধার করে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখেছিল। পরে গত ৯ই এপ্রিল বেলা ১১টায় তাদেরকে ফের ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।