সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট॥করোনা ভাইরাস ছড়ানোর ঝুকি নিয়ে অসংখ্য মানুষ আসছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

কিন্তু প্রশাসনের সমন্বয়হীনতায় ঠেকানো যাচ্ছে না ঢাকা-নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন রাজবাড়ী জেলায় আসা মানুষকে। এতে করে রাজবাড়ীর লকডাউন অনেকটাই ফলপ্রসু হচ্ছে না।

জানা যায়, রাজবাড়ী জেলায় গত ১১ই এপ্রিল প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত ৬জন রোগী সনাক্ত হয়। এরপর রাজবাড়ী জেলা প্রশাসন সম্পূর্ণ জেলাকে লকডাউন ঘোষণা করে। এ ঘোষণার পর জেলায় বহিরাগতদের আসা ও জেলাবাসীকে অন্যত্র যাওয়া বন্ধ করতে কঠোর হয় প্রশাসন। এ পরিস্থিতিতে অন্যান্য স্থানে প্রশাসন সফল হলেও দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকা-নারায়নগঞ্জসহ অধিক করোন ভাইরাস আক্রান্ত অন্যান্য জেলা থেকে আসা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। ফেরীতে ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যাত্রী হয়ে অসংখ্য মানুষ ঢুকে পড়ছে দৌলতদিয়া ঘাটে। এতে করে রাজবাড়ীর গোয়ালন্দসহ এ অঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রামন রোধে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এ্যাম্বুলেন্স ও জরুরী পণ্য পারাপারে ফেরী চলাচল সীমিত করেছে কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। কিন্তু প্রথম দিকে সাধারণ যাত্রীদের চাপে জরুরী যানবাহন পারাপার চরম ভাবে ব্যাহত হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দৌলতদিয়া ঘাট এলাকায় সেনা সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে। এর ফলে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরীতে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ি উঠা অনেকটাই বন্ধ হয়ে যায়। কিন্তু এর উল্টো চিত্র মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরীগুলোতে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরীতে জরুরী যানবাহনের সাথে ব্যাক্তিগত গাড়ি ও সাধারন মানুষের পূর্ন লোড নিয়ে দৌলতদিয়া ঘাটে থামছে ফেরী। এ সকল ফেরী থেকে যাত্রী ও যানবাহন গুলো নেমে ছড়িয়ে পড়ছে রাজবাড়ী জেলাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। দৌলতদিয়া ঘাটে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বপালনকারীর দাঁড়িয়ে এই দৃশ্য দেখা ছাড়া আর তেমন কিছুই করার থাকছে না।

নাম প্রকাশ না করার শর্তে বিআইডক্লিউটিসি’র একজন কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজবাড়ী জেলায় লকডাউন চলছে। পক্ষান্তরে মানিকগঞ্জ জেলা এখনো লকডাউনের আওতায় আসেনি। যে কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরীতে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ি উঠায় কোন নিয়ন্ত্রণ নেই। তাই সেখান থেকে বিনা বাঁধায় জরুরী যানবাহন ছাড়াও অন্যান্য যানবাহন ফেরিতে উঠে পড়ছে। যা দৌলতদিয়া ঘাট থেকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সরেজমিন গত মঙ্গলবার দিনগত রাতে কথা হয় ব্যক্তিগত গাড়ির চালক সিরাজুল ইসলামের সাথে। তিনি জানান, তার মালিক রুবেল হোসেন ‘তারা’ নামের একটি টেলিভিশনের ঢাকা জেলার সাভার প্রতিনিধি। তিনি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানিতে আছেন। মালিকের কিছু জরুরী জিনিস পত্র পৌঁছে দিতে মঙ্গলবার দিনে পাটুরিয়া ঘাট দিয়ে বিনা বাঁধায় ফেরীতে নদী পার হয়ে এসেছেন। কিন্তু ফেরার সময় ফেরীতে উঠতে পারছেন না। দায়িত্বরতরা তার মালিকের বাড়িতে ফিরে যেতে বলছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, নৌরুটের সকল ফেরী বন্ধ রেখে মাত্র চারটি ফেরী দিয়ে সীমিত আকারে জরুরী যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন উঠার বিষয়টি বর্তমানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করছে।

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলার লকডাউন বাস্তবায়নে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। যে কারণে ফেরীতে উঠা যানবাহন গুলোকে কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরী থেকে অসংখ্য মানুষ ও ব্যক্তিগত গাড়ি দৌলতদিয়ায় নামছে। এ ক্ষেত্রে তাদের ঘুরিয়ে দেয়া বা আইনগত ব্যবস্থা গ্রহনের সুযোগ থাকছে না। বিষয়টি নিয়ে তারা বিবৃতকর পরিস্থিতির মধ্যে আছেন বলে তিনি স্বীকার করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!