॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ীতে ২২৬জন জেলা সড়ক পরিবহন ও কার মাইক্রোবাস শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে শহরের আজাদী ময়দানে সামাজিক দূরত্ব মেনে জিআরের বরাদ্দকৃত এ চাল বিতরণ করা হয় মোটর শ্রমিকদের মাঝে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৪হাজার ১৭১ জন শ্রমিকের মধ্যে মাত্র ২০০ জন সড়ক পরিবহন ও ২৬ জন মাইক্রোবাস শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেখ, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামানিক, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা বলেন, সরকারী সহায়তা বৃদ্ধি করতে হবে দীর্ঘ ১৫দিন পরে এসে জেলা প্রশাসন থেকে ২২৬ জন শ্রমিকের মাঝে শুধুমাত্র ১০ কেজি চাউল সহায়তা অপ্রতুল। রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে প্রায় ৪হাজার ১৭১ জন শ্রমিক রয়েছে। এই অপ্রতুল সহায়তা শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।