॥পাবনা প্রতিনিধি॥ পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কোরবান আলী(৫৭)কে ২২৯ বস্তা সরকারী ত্রাণের চালসহ আটক করেছে র্যাব।
গত ১৩ই এপ্রিল রাত ৯টার দিকে পাবনা জেলার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের বাঁধের হাট চৌমাথা থেকে তাতে আটক করের র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১২ পাবনা ক্যাম্প সুত্রে জানা গেছে, পাবনা জেলার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের বাঁধের হাট চৌমাথা গ্রামস্থ হতে ঢালার চরের বর্তমান চেয়ারমান সরকারী ভিজিডি’র ত্রানের চাল বিতরণ না করে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। উক্ত সংবাদের ভিক্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে মোঃ কোরবান আলী সরদারকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তার ব্যক্তিগত গোডাউনে সংরক্ষিত রাখা অবস্থায় ত্রানের ২২৯ বস্তা চাউল উদ্ধার করে। উক্ত সরকারী ভিজিডি’র ত্রাণের চাল সরকার কর্তৃক নিদিষ্ট স্থানে না রেখে তার ব্যক্তিগত গোডাউনে রাখার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কোন সদূত্তর দিতে পারে নাই।
তার বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় র্যাব বাদী হয়ে এজাহার দায়ের করেছ।
এদিকে পাবনা জেলা আওয়ামী লীগ সূত্রে জানাযায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কোরবান আলী সরদারকে ত্রাণের চাল আত্মসাত করার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিস্কার করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশী তথ্য তার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।