॥দেবাশীষ বিশ্বাস॥ করোনা ভাইরাসের কারণে রাজবাড়ীতে কর্মহীন হয়ে পড়া শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল ১৩ই এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত ৩০টি বেদে পল্লীসহ পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার শতাধিক ছিন্নমূল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোরের ১০ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মীর্জা ইমরান হোসেন।
ত্রাণ হিসাবে পরিবারগুলোর মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি মসুরের ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।
এ সময় মেজর মীর্জা ইমরান হোসেন বলেন, এই সময় বেঁদে পল্লীর মানুষগুলো একেবারে অসহায় অবস্থায় রয়েছে। তারা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছে। সেনাবাহিনী সাধ্যমতো মানুষের পাঁশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। সেই জায়গা থেকে আজ বেঁদে পল্লীর ৩০টি পরিবারসহ পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে একশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। আগামীতে কর্মহীন হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
ত্রাণ বিতরণকালে রাজবাড়ী সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ১০ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন নূরুল হক শুভ, পাংশা উপজেলার দায়িতপ্রাপ্ত ক্যাপ্টেন মাহমুদ, কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাকিব ও ক্যাপ্টেন রেদোয়ান উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময় হাইওয়ে পুলিশ ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ও আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।