রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সামাজিক দূরত্ব রেখে গোয়ালন্দ কাঁচা ও মাছ বাজার কলেজ মাঠে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে গোয়ালন্দের মাছ বাজার ও কাঁচা বাজার গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজ মাঠে স্থানান্তরিত হয়েছে। প্রথম দিন গত রবিবার কিছুটা অব্যবস্থাপনা থাকলেও গতকাল সোমবার ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে স্বল্প জায়গায় অধিক ক্রেতার গাদাগাদি নিয়ন্ত্রণের জন্য গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার থেকে কলেজ মাঠে বাজার বসবে। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বসছে এ বাজার। তবে আবাসিক এলাকায় বাজার স্থানান্তরের কারণে স্থানীয় অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।

গতকাল সোমবার সকালে সরেজমিন দেখা যায়, কলেজের ক্যাম্পাস লাগোয়া বিশাল চত্বরের চতুর্দিক দিয়ে ৬ ফুট দুরে দুরে একেকজন বিক্রেতাকে কাঁচা পণ্য বেঁচা-বিক্রির জন্য জায়গা করে দেয়া হয়েছে। মাছ ব্যবসায়ীদের জন্য দেয়া হয়েছে কলেজের বিশাল মাঠের পাশে মেহগনি বাগানে। বাজারের শৃঙ্খলা রক্ষার জন্য ৭জন রোভার স্কাউট ও ৬জন আনছার সদস্য কাজ করছেন। তারা কলেজের মূল ফটকে যানাবাহন আটকে দিয়ে ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ভিতরে ঢুকতে সহায়তা করছেন।

এ সিদ্ধান্তের ব্যাপারে ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাস সংক্রমন রোধে কলেজ মাঠে সবজি ও মাছ বিক্রি করতে আমাদের অসুবিধা নেই। কিন্তু ঝড় ও বৃষ্টির সময় আমাদের অসুবিধায় পড়তে হবে। এ বিষয়টি বিবেচনায় রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম জানান, কাঁচা বাজার ও মাছ বাজারের জন্য নির্ধারিত কলেজ মাঠে ক্রেতা-বিক্রেতাদের জন্য যতটুকু সম্ভব অনুকুল পরিবেশ সৃষ্টি করা হবে। এখানে আগতদের সচেতন করতে কাজ করছে রোভার স্কাউট দল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সহনশীল থেকে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, জনস্বার্থে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বাজার স্থানান্তর করা হয়েছে। এতে সাময়িক কিছুটা সমস্যা হলেও সকল মহলকে মানিয়ে চলার অনুরোধ জানাচ্ছি। ব্যবসায়ীদের সুবিধার্থে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!