॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের পর এবারে পরিবার পরিকল্পনা বিভাগের এসএসিএমও এবং এফডাব্লিউভিদের জন্য পিপিই সামগ্রী ও মাস্ক প্রদান করেছেন।
গতকাল ১৩ই এপ্রিল সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুলের প্রতিনিধি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ এবং মনোয়ার হোসেন জনির সমন্বয়ে প্রতিনিধি দল তিন উপজেলার এসএসিএমও এবং এফডাব্লিউভিদের জন্য ৩০ সেট পিপিই সামগ্রী ও দেড়শত মাস্ক পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার সফিকুল ইসলামের কাছে প্রদান করেন।
পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার সফিকুল ইসলাম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পুত্র, আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুলকে পিপিই সমগ্রী ও মাস্ক প্রদানের জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, বর্তমানে করোনা প্রকোপের সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত এসএসিএমও এবং এফডাব্লিউভি স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে উপযুক্ত স্বাস্থ্য সেবা প্রদানে পিপিই সামগ্রী ও মাস্ক খুবই সহায়ক হবে।
প্রসঙ্গত ঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পুত্র ও আওয়ামী লীগ নেতা আশিক মাহমুদ মিতুল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিন উপজেলার স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের এসএসিএমও এবং এফডাব্লিউভিদের জন্য পিপিই সামগ্রী ও মাস্ক প্রদান, করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও দুঃস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, লিফলেট-স্যানিটাইজার ও মাস্ক বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।