Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সনাক্তদের পরিবারকে চিনবে কেমনে॥সংক্রমণ ও বিস্তার ঠেকবে কেমনে!!!

॥মাতৃকণ্ঠ রিপোর্ট॥ রাজবাড়ীতে গতকাল শনিবার করোনা ভাইরাস সনাক্ত হওয়া আক্রান্ত ৫জনকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ৫জনকে উদ্ধার করে আইসোলেশন ইউনিটে নিয়ে আসে স্বাস্থ্য বিভাগ। কিন্তু তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে না থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে সামনে দিয়ে ঘোরাঘুরি শুরু করেছে।

বিকাল সাড়ে ৫টার দিকে আক্রান্ত হওয়া এক নারী ও আরেক যুবকের ভাই আইসোলেশন ইউনিট থেকে দেয়া ওষুধের স্লিপ নিয়ে হাসপাতালের সামনের দোকানে ওষুধ সংগ্রহের জন্য ছোটাছুটি করে। তবে আক্রান্তদের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার কারণে এ সময় ওষুধের দোকানদারা তাদের চলাফেরা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। কেউ কেউ ওষুধ থাকার পরও বিক্রিকালে সংক্রমিত হওয়ার ভয়ে ওষুধ নাই বলে প্রকাশ করলে আক্রান্তদের স্বামী ও ভাই ওষুধ সংগ্রহের জন্য স্লিপ নিয়ে বাজার অভিমুখে ছুটে যায়। আক্রান্ত ওই নারী ও তার স্বামী পেশায় সুইপার। তারা হসপিটাল এলাকায় একটি পাবলিক টয়লেট পরিচালনা করে। গত শুক্রবারও ওই নারী হসপিটালে ঘোরাফেরা করছে বলে স্থানীয়রা জানায়।

তাদের ছোটাছুটি এ দৃশ্য সাংবাদিকসহ অনেকেই প্রত্যক্ষ করেন। করোনা ভাইরাসে আক্রান্তদের পরিবার থেকে নতুন সংক্রমণ ও বিস্তার ঠেকানো না গেলে পরিস্থিতি হবে ভয়ানক। সেই সাথে সংক্রমণের কেন্দ্রস্থল হতে পারে হাসপাতাল ও আশপাশের এলাকা। তাই সকলে সতর্ক থাকুন।

সূত্র জানায়, হাসপাতাল থেকে সকল ওষুধ সরবরাহ না করায় আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা রোগীদের বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আক্রান্তের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে না থেকে রোগীর পিছু ছুটে ভাইরাসের নতুন সংক্রমণ ও বিস্তার ঘটাচ্ছে। ফলে জনমনে উদ্বেগ আর আতঙ্ক সৃষ্টি করছে। এ বিষয়টি কর্তৃপক্ষ নজরে আসছে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবেন এই প্রত্যাশা সচেতন মহলের।