রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সনাক্তদের পরিবারকে চিনবে কেমনে॥সংক্রমণ ও বিস্তার ঠেকবে কেমনে!!!

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

॥মাতৃকণ্ঠ রিপোর্ট॥ রাজবাড়ীতে গতকাল শনিবার করোনা ভাইরাস সনাক্ত হওয়া আক্রান্ত ৫জনকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই ৫জনকে উদ্ধার করে আইসোলেশন ইউনিটে নিয়ে আসে স্বাস্থ্য বিভাগ। কিন্তু তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে না থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে সামনে দিয়ে ঘোরাঘুরি শুরু করেছে।

বিকাল সাড়ে ৫টার দিকে আক্রান্ত হওয়া এক নারী ও আরেক যুবকের ভাই আইসোলেশন ইউনিট থেকে দেয়া ওষুধের স্লিপ নিয়ে হাসপাতালের সামনের দোকানে ওষুধ সংগ্রহের জন্য ছোটাছুটি করে। তবে আক্রান্তদের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার কারণে এ সময় ওষুধের দোকানদারা তাদের চলাফেরা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। কেউ কেউ ওষুধ থাকার পরও বিক্রিকালে সংক্রমিত হওয়ার ভয়ে ওষুধ নাই বলে প্রকাশ করলে আক্রান্তদের স্বামী ও ভাই ওষুধ সংগ্রহের জন্য স্লিপ নিয়ে বাজার অভিমুখে ছুটে যায়। আক্রান্ত ওই নারী ও তার স্বামী পেশায় সুইপার। তারা হসপিটাল এলাকায় একটি পাবলিক টয়লেট পরিচালনা করে। গত শুক্রবারও ওই নারী হসপিটালে ঘোরাফেরা করছে বলে স্থানীয়রা জানায়।

তাদের ছোটাছুটি এ দৃশ্য সাংবাদিকসহ অনেকেই প্রত্যক্ষ করেন। করোনা ভাইরাসে আক্রান্তদের পরিবার থেকে নতুন সংক্রমণ ও বিস্তার ঠেকানো না গেলে পরিস্থিতি হবে ভয়ানক। সেই সাথে সংক্রমণের কেন্দ্রস্থল হতে পারে হাসপাতাল ও আশপাশের এলাকা। তাই সকলে সতর্ক থাকুন।

সূত্র জানায়, হাসপাতাল থেকে সকল ওষুধ সরবরাহ না করায় আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা রোগীদের বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আক্রান্তের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে না থেকে রোগীর পিছু ছুটে ভাইরাসের নতুন সংক্রমণ ও বিস্তার ঘটাচ্ছে। ফলে জনমনে উদ্বেগ আর আতঙ্ক সৃষ্টি করছে। এ বিষয়টি কর্তৃপক্ষ নজরে আসছে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবেন এই প্রত্যাশা সচেতন মহলের।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!