॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর ব্যবস্থাপনায় অস্বচ্ছল বিভিন্ন শ্রেণি পেশার প্রায় অর্ধশত পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ৯ই এপ্রিল দুপুরে শিল্পকলা একাডেমীতে আয়োজিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সহ-সভাপতি রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে কর্মহীন হয়ে পড়া শিল্পকলা একাডেমীর অস্বচ্ছল শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার অস্বচ্ছল পরিবারের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, আধা কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, আড়াই শ’ গ্রাম আদা, আধাকেজি কাঁচা মরিচ ও ১টি করে সাবান প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পকলা একাডেমীতে সংস্থার অস্বচ্ছল শিক্ষক-কর্মচারীদের খাদ্য সামগ্রী প্রদানের পর উত্তম কুন্ডু তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অন্যান্যদের খাদ্য সহায়তা প্রদান করেন।