॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে ঘরবন্দী থাকা দরিদ্র শ্রমজীবী পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে গতকাল ৮ই এপ্রিল সকাল থেকে বহরপুর ইউনিয়নের ৩টি পয়েন্টে (ইউনিয়ন পরিষদ কার্যালয়, বালিয়াকান্দি সরকারী কলেজ ও আড়কান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ) ৩শতাধিক অতিদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ১কেজি করে ডাল ও ৩কেজি করে আলু।
এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।