Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ভিক্ষুকদের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

॥তনু সিকদার সবুজ॥ করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভিক্ষুকরাও এর ব্যতিক্রম নন। তাদেরও চিন্তা কীভাবে জোগাড় হবে খাবার। এ অবস্থায় ভিক্ষুকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে সরকারী সহায়তার খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
গতকাল ২রা এপ্রিল ভোর থেকে তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা, শালকীসহ বিভিন্ন ইউনিয়নের ভিক্ষুকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশাহ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম মামুন ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বিধান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ২১২ জন ভিক্ষুকের বাড়ীতে বাড়ীতে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাল ও আধা লিটার করে সয়াবিন তেল পৌঁছে দেয়া হয়েছে।