রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ২৪জনের জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, পণ্য পরিবহন ও বাজার পরিস্থিতি মনিটরিং এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গত ১লা এপ্রিল রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেসীর নিয়ন্ত্রণাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এ সময় রাজবাড়ী সদর উপজেলায় পরিচালিত ৮টি ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে দন্ড বিধির ২৬৯ ধারায় ৮হাজার ৮শত টাকা, পাংশা উপজেলায় পরিচালিত ২টি ভ্রাম্যমাণ আদালতে ২জনকে দন্ড বিধির ২৬৯ ধারায় ২ হাজার টাকা, কালুখালী উপজেলায় পরিচালিত ৪টি ভ্রাম্যমাণ আদালতে ৪জনকে দন্ড বিধির ২৬৯ ধারায় ১হাজার ২শত টাকা, গোয়ালন্দ উপজেলায় পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে দন্ড বিধির ২৬৯ ধারায় ৬ হাজার টাকা এবং বালিয়াকান্দি উপজেলায় পরিচালিত ৩টি ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯, ৪১ ও ৫৩ ধারায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী সদর উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, গোয়ালন্দ উপজেলার নবাগত সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু দারদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, বালিয়াকান্দি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, কালুখালী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদা এবং গোয়ালন্দ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু এবং বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সেনাবাহিনী, জেলা পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি মনিটরিংসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেসীর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!