Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ভ্রাম্যমান আদালতে ট্রাক ড্রাইভারসহ দুই মোটর সাইকেল আরোহীকে জরিমানা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা বাজারের কালীবাড়ী মোড়ে গতকাল ২রা এপ্রিল দুপুরে সরকারী নির্দেশনা অমান্য করায় ২জন মোটর সাইকেল আরোহীকে প্রত্যেকের ১হাজার টাকা করে এবং রড বোঝাই ১জন ট্রাক(ঢাকা-মেট্রো-ট-১৮-০০৮৭) চালককে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। এ সময় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন উপস্থিত ছিলেন। পাংশা মডেল থানার এস.আই মোঃ এনছের আলীসহ সঙ্গীয় পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যক্রমের আওতায় সরকারী নির্দেশনা অমান্য করে ট্রাকে রড পরিবহনের দায়ে ট্রাক চালককে দন্ডবিধির ২৬৯ ধারায় ১০ হাজার টাকা এবং ২জন মোটর সাইকেল আরোহীকে দন্ডবিধির ১৮৮ ধারায় প্রত্যেককে ১হাজার টাকা করে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের এ পর্যায়ে সরকারী নির্দেশনা মেনে চলার বিষয়ে কয়েকজনকে সতর্ক করেন তিনি।