সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির এক কলেজ ছাত্রীর সাথে প্রতারনাকারী চক্রের ৫সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কলেজ ছাত্রী তানিয়া খাতুনের নিকট থেকে লটারীতে গাড়ী পাওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ফরিদপুর থেকে প্রতারক চক্রের ৫জন সদস্যকে গতকাল বুধবার ভোরে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
জানাগেছে, বালিয়াকান্দির ডিগ্রী শ্রেণীতে অধ্যয়নরত কলেজ ছাত্রী তানিয়া খাতুনের মোবাইল নম্বরে গত ২৩ ও ২৪শে মে ফোন করে প্রতারক চক্রের সদস্যরা জানায়, সে লটারীতে একটি দামী প্রাইভেট কার জিতেছে। উক্ত গাড়ীটি পাওয়ার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিকাশ একাউন্টে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৮১হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পিতা গত ২৫শে মে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়রী করার পাশাপাশি র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে।
পরবর্তীতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের শনাক্ত করে গতকাল ১৪ই জুন ভোরে প্রতারক চক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুরের ভাঙ্গা থানার তারাইল ঈশ্বরদী গ্রামের জয়নাল চৌধুরীর ছেলে শাহজালাল চৌধুরী ওরফে জালাল(২৪), একই থানার মিয়া পাড়া গ্রামের জাফর ফরাজীর ছেলে সুমন ফরাজী(১৮), নগরকান্দা থানার জুঙ্গরদী গ্রামের সেন্টু কাজীর ছেলে ইমরুল কাজী(৩৫), কোতয়ালী থানার বাখুন্ডা গ্রামের ইব্রাহিম খানের ছেলে সাইফুল ইসলাম(২৯) এবং মাদারীপুরের শিবচর থানার গুপ্তেরকান্দি গ্রামের রাজেক মাতব্বরের ছেলে টোকন মাতব্বর(৩১)। তাদেরকে বালিায়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধেসাদেক মিয়া বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬, তাং-১৩/৬/২০১৭ইং।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!