॥হেলাল মাহমুদ॥ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি ইকবাল হায়দার মিলনের উদ্যোগে করোনা সংকটের ফলে কর্মহীন হয়ে পড়া শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১লা এপ্রিল দুপুরে রাজবাড়ী শহরের ভবাণীপুর লাল মিয়া সড়কের নিজ বাড়ীতে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল ও আধা কেজি মসুরের ডাল।
এ সময় রাজবাড়ী কালেক্টরেটের অবসরপ্রাপ্ত নাজির আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর এবং যুব সংহতি নেতা ইকবাল হায়দার মিলনের স্ত্রী লাবনী আক্তার ও ছেলে হাসিবুল হায়দার জুমার উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী পেয়ে আরিফ হোসেন নামে একজন দিন মজুর বলেন, করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকদিন ধরে কাজ করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে খুব অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি। এলাকায় তো কতো নেতা আছেন, তাদের কেউ আজ পর্যন্ত কোন খোঁজ-খবর নেননি। কিন্তু মিলন ভাই এই দুঃসময়ে আপনজনের মতো পাশে এসে দাঁড়িয়েছেন। আল্লাহ্ তার ভালো করুন।
এ ব্যাপারে যুব সংহতির নেতা ইকবাল হায়দার মিলন বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শ্রমজীবি শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আমি আমার সাধ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আজ আমার এলাকার দরিদ্র শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। পরবর্তীতে পর্যায়ক্রমে আশপাশের এলাকার দরিদ্র মানুষের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করবো।