Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর ৪টি হাসপাতালে পিপিই বিতরণ করলেন এমপি পুত্র মিতুল হাকিম

॥দেবাশীষ বিশ্বাস॥ করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ডাক্তার ও সেবিকাদের সুরক্ষার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতালসহ ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ৩০শে মার্চ দুপুরে মিতুল হাকিমের পক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন পাতা এসব বিতরণ করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ১২ চ্যানেলের ইসিজি মেশিন, ২টি সাকার মেশিন, নেবুলাইজার মেশিনসহ ১০ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম এবং রাজবাড়ী সদর হাসপাতাল, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ পিস পিপিই, ৪শতাধিক মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
এ সময় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মোকাবেলার কাজে ব্যবহারের মতো পিপিই(পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ছিলো না-সেগুলো রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মহোদয়ের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম সরবরাহ করেছেন। এছাড়া তিনি আগামীতে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন।