॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মসজিদ ও বাড়ীতে বাড়ীতে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ২হাজার পিস স্যাভলন সাবান বিতরণ করেছেন ইউপি সচিব মোঃ তৈয়বুর রহমান।
গতকাল ৩০শে মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল, লক্ষীকোল রাজারবাড়ী, কালিবাড়ী ও পাঁচুরিয়া ইউনিয়নের মধ্যে এসব সাবান বিতরণ করেন তিনি।
সাবান বিতরণকালে মোঃ তৈয়বুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত। করোনা ভাইরাসের কোন প্রতিশোধক নেই। একমাত্র পরিস্কার পরিচ্ছন্নতায় এ ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। করোনার কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকের বাড়ীতেও খাদ্য সংকট দেখা দিয়েছে। একটি সাবান দিয়েও যদি এসব মানুষের পাশে দাঁড়ানো যায় তাতেও তাদের অনেক উপকারে আসবে। এমন চিন্তা থেকেই আমি প্রত্যেক মসজিদে ২০পিস করে ও বাড়ীতে বাড়ীতে গিয়ে একটি করে স্যাভলন সাবান বিতরণ করেছি।
প্রসঙ্গত, তৈয়বুর রহমান রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদে সচিব পদে কর্মরত আছেন।