॥শিহাবুর রহমান॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমগম এড়াতে ট্রেন ও বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী রেলস্টেশনে আটকে থাকা উত্তরবঙ্গের অর্ধশতাধিক দিন মজুরের মধ্যে খাবার বিতরণ করেছে কমিউনিষ্ট পার্টি।
গতকাল ২৮শে মার্চ দুপুরে ও রাতে রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন ফুলতলায় এসব মানুষের হাতে খাবার তুলে দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, শহর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আঃ সাত্তার মন্ডল ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমগম এড়াতে গত ২৫শে এপ্রিল থেকে রাজবাড়ীতে ট্রেন ও বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গ থেকে কাজ করতে আসা প্রায় অর্ধশতাধিক দিন মজুর রাজবাড়ী রেলস্টেশনে আটকা পড়ে যান। কাছে অল্প টাকা পয়সা থাকায় বিকল্প উপায়ে বাড়ী ফিরতে না পেরে বর্তমানে তারা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। বিষয়টি দৃষ্টি গোচর হওয়ায় রাজবাড়ীর মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম তাদেরকে খাওয়ানোর উদ্যোগ নেন।
এরই ফলশ্রুতিতে গতকাল ২৮শে মার্চ দুপুরে ও রাতে আটকে পড়া এসব মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম জানান, গত ৪দিন যাবত তারা রাজবাড়ী রেলস্টেশনে আটকে আছেন। দিনে বেলায় অনেকেই কাজের খোঁজে বের হোন কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও কাজ পাচ্ছেন না তারা।
অপরদিকে রেলস্টেশনেও তাদেরকে থাকতে না দেয়ায় বিভিন্ন গাছতলা বা বিভিন্নস্থানে রাত কাঁটাচ্ছেন তারা। বর্তমানে তাদের কাছে খাওয়ার মতো কোন টাকা পয়সা না থাকায় অনাহারে দিন কাটাচ্ছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের খাওনোর উদ্যোগ নিয়েছি। গতকাল ২৮শে মার্চ রাজবাড়ীর মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল ও শহর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আঃ সাত্তার মন্ডলের আর্থিক সহযোগিতায় স্টেশনে আটকে থাকা মানুষের মধ্যে দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন প্রতিদিন খাবার পায় এজন্য তিনি বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।