॥স্টাফ রিপোর্টার॥ নভেল করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ দেশের সকল নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২৯শে মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও পাঁচুরিয়া ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন হওয়ার কথা ছিল।
গতকাল ২২শে মার্চ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসির সভার পর বিকেলে সংবাদ সম্মেলনে ২৯শে মার্চের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আলমগীর।
তিনি বলেন, করোনার প্রভাবে ইসি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯শে মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপ-নির্বাচনসহ সকল নির্বাচন “অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনসহ সকল নির্বাচন স্থগিত
