Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণা॥নারুয়ায় চাল ব্যবসায়ীর জরিমানা

॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সচেতনতামূলক প্রচার এবং বাজার মনিটরিং টিমের পরিদর্শনকালে নারুয়া বাজারের এক চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল ২০শে মার্চ বিকালে বালিয়াকান্দি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বালিয়াকান্দি বাজার, নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার, ইসলামপুর ইউনিয়নের দেয়ারা বাজার ও নারুয়া বাজারে করোনা ভাইরাসের সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলা বাজার মনিটরিং কমিটি বিভিন্ন বাজার পরিদর্শন করে। পরিদর্শনকালে মূল্য তালিকা না টানানো এবং বেশী দামে চাল বিক্রির দায়ে নীতিশ সাহা নামে নারুয়া বাজারের এক চাল ব্যবসায়ীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে এই জরিমানা করেন। বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।