সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

করোনা ভাইরাস প্রতিরোধে পাংশায় মসজিদ-মন্দিরে ব্যবহারের জন্য হ্যান্ডওয়াশ উপকরণ বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মিলনায়তনে গতকাল ২০শে মার্চ সকালে করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও মন্দিরের পুরহিতসহ বিশিষ্ট শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আখিরুজ্জামান, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাবলু বিশ্বাস, পাংশা মডেল থানার এসআই মামুন মিয়া, পাংশা শাহজূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী, বিষ্ণুপুর বিশ্বাসপাড়া বায়তুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব আ.ন.ম আমিনুল ইসলাম, নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও পাংশা আদি মহাশ্মশানের পূরহিত অনিল কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় করোনা ভাইরাস প্রতিরোধে হাত-মুখ সাবান দিয়ে পরিষ্কার করা, জনসমাগম এড়িয়ে চলা, হাঁচি-কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বিদেশ থেকে আগত লোকজনের অন্তত ১৪দিন নিজগৃহে অবস্থান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভা শেষে পৌরসভার মধ্যে বিভিন্ন মসজিদ ও মন্দিরে ব্যবহারের জন্য হ্যান্ডওয়াশ উপকরণ বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলর আব্দুল ওয়াহাব সরদার, মোতালেব হোসেন মোল্লা, আবুল হোসেন শেখ ও বাদশা মন্ডল, পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের ইমাম ও পূঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমদ, পরানপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, কুলটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আহসান উল্লাহ, পাংশা মডেল থানা মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুস্তম আলী, মাওলানা মোঃ খলিলুর রহমান, মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ ফজলুল করিম, পাংশা কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক অসিত কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরহিতসহ মসজিদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাংশা পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!