॥আসহাবুল ইয়ামিন রয়েন/ইউসুফ মিয়া॥ বিএমএ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৮ই মার্চ সন্ধ্যায় রাজবাড়ী শহরের পালকী চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।
জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন পাতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস ও প্রাক্তন সিভিল সার্জন ডাঃ পারিজাত কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সায়েন্টিফিক বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন।
এ সময় জেলা বিএমএ’র সদস্যগণসহ রাজবাড়ীর বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও ক্লিনিকের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনীসহ বর্তমান বিশ্বআতঙ্ক করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আলোচনা পর্বের শেষে র্যাফেল ড্র ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এ আয়োজনে জেলা বিএমএ’কে সহযোগিতা করে।